অনলাইন পরীক্ষা– ১১ (তারিখ: ১৬/০১/২০২১) সিনিয়র স্টাফ নার্স নিয়োগ
আজকের পরিক্ষা শেষ, পরের পরীক্ষা আগামিকাল রাত ১০ টা ৩০ মিনিটে।

আজকের পরীক্ষার রেসাল্ট ১১:২০ মিনিটে সকলের ইমেইলে নিজ নিজ উত্তরসমূহের কপি প্রেরণ করা হয়েছে। সাথে উত্তরপত্র রয়েছে।
তবে মেরিট বা মেধাক্রমে সিরিয়াল এখানে রাত ১ টায় দেয়া হবে। তাছাড়া ফেজবুক গ্রুপেও দেয়া হবে
আজকের পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান এবং টেকনিক্যাল থেকে ৫০টি প্রশ্ন ছিল। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে মেরিট রেসাল্টের ক্ষেত্রে।
আজ মোট পরীক্ষার্থী : ৭২২ জন
পরীক্ষার শেষে জমা দিয়েছেন: ৬৬৫ জন
জমা দেননি বা সময় না থাকায় জমা দিতে পারেননি : ৫৭ জন
যারা এখন পরীক্ষা দিতে পারেননি তারা এখন এই পরীক্ষাটি দিতে পারবেন, তবে এখন দিলে কোনো মেরিট রেসাল্ট প্রকাশ হবেনা। তবে আপনার ভুল উত্তরগুলির সঠিজ উত্তর দেখতে পাবেন। পরীক্ষাটি দিতে নিচে ক্লিক করুন
Merit List
এই পরীক্ষার সঠিক উত্তরসমূহ নিচে দেয়া হলোঃ
০১। আইএমএফ-এর সদর দপ্তর কোথায়?
(ক) ওয়াশিংটন √
(খ) মস্কো
(গ) লন্ডন
(ঘ) নিউইয়র্ক
০২। নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি?
(ক) ইনকালা ফ্রিডম পাটি
(খ) আফ্রিকান সােস্যালিস্ট পার্টি
(গ) যাশনালিস্ট পাটি
(ঘ) আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস √
০৩। হাসপাতালে রােগীদের জন্য ব্যবহৃত অক্সিজেনের শতকরা হার কত?
(ক) ৯৫% √
(খ) ৭৫%
(গ) ৮৫%
(ঘ) ৯০%
০৪। কোন বিভাগে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি?
(ক) খুলনা
(খ) রাজশাহী
(গ) বরিশাল
(ঘ) চট্টগ্রাম √
০৫। সিপাহি মােহাম্মদ মােস্তফা কামাল শহিদ হন কোথায়?
(ক) রাঙামাটিতে
(খ) মৌলভীবাজারে
(গ) ব্রাহ্মণবাড়িয়ায় √
(ঘ) চাপাইনবাবগঞ্জে
০৬। মুক্তিযুদ্ধের ৫নং সেক্টর প্রধান ছিলেন কে?
(ক) উইং কমান্ডার এম কে বাশার
(খ) মেজর মীর শওকত আলী √
(গ) মেজর নাজমুল হক
(ঘ) মেজর জয়নাল আবেদিন
০৭। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
(ক) ১৬৭টি
(খ) ১৬৮টি
(গ) ১৬৯টি
(ঘ) ১৭১টি √
০৮। Forbes-এর তথ্য মতে বর্তমানে বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কে?
(ক) ভ্রাদিমির পুতিন (রাশিয়া)
(খ) থেরেসা মে (যুক্তরাজ্য)
(গ) সি চিন পিং (চীন) √
(ঘ) ডােনাল্ড ট্রাম্প (যুক্তরাষ্ট্র)
০৯। "বাঙ্গালাহ" নামের প্রচলন করেন—
(ক) ধর্মপাল
(খ) ইলিয়াস শাহ √
(গ) শশাঙ্ক
(ঘ) আকবর
১০। গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলার অন্তর্ভুক্ত?
(ক) খুলনা
(খ) বগুড়া
(গ) চাপাইনবাবগঞ্জ √
(ঘ) নেত্রকোনা
১১। The opposite of 'optimism' is—
(ক) pessimism √
(খ) opportunities
(গ) opulence
(ঘ) pestilence
১২। She has cast her old friend —.
(ক) inside
(খ) aside √
(গ) outside
(ঘ) away
১৩। Don't get into the running bus. Here "running" is—
(ক) adjective √
(খ) verb
(গ) adverb
(ঘ) conjuction
১৪। I wish that it — true.
(ক) is
(খ) were √
(গ) are
(ঘ) was
১৫। Choose the correctly spelled word from th given options.
(ক) Volantory
(খ) Volantary
(গ) Voluntary √
(ঘ) Voluntory
১৬। Smoking is detrimental — health.
(ক) for
(খ) with
(গ) after
(ঘ) to √
১৭। The word 'paranoid' is connected with—
(ক) philosophy
(খ) psychology √
(গ) anthropology
(ঘ) theology
১৮। কোনটির অভাবে দেহের ওজন কমতে থাকে?
(ক) খনিজ লবণের
(খ) আমিষের √
(গ) প্রােটিনের √
(ঘ) ভিটামিনের
১৯। কোনটি এন্টিবায়ােটিক?
(ক) পেনিসিলিন
(খ) নিয়ােমাইসিন
(গ) জেনটামাইসিস
(ঘ) সবগুলাে √
২০। নারীর স্বাস্থ্য ঝুঁকি কমানাের জন্য কত বছর বয়সের আগে সন্তান নেয়া উচিত নয়?
(ক) ২০ বছর √
(খ) ২২ বছর
(গ) ২৪ বছর
(ঘ) ২৫ বছর
২১। লিউকোপেনিয়া বলে—
(ক) দেহ কোষ ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে
(খ) রক্তে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে গেলে
(গ) রক্তে শ্বেত কণিকার সংখ্যা কমে গেলে √
(ঘ) দেহের রােগ প্রতিরােধ ক্ষমতা কমে গেলে
২২। পােলিও রােগটি হয় সাধারণত—
(ক) শিশুদের √
(খ) শিশুদের √
(গ) বৃদ্ধদের
(ঘ) প্রসূতিদের
২৩। অ্যানিমিয়া (রক্তশূন্যতা) রােগটি হয় কিসের অভাব হলে?
(ক) আয়ােডিনের অভাব হলে
(খ) লৌহের অভাব হলে √
(গ) ক্যালসিয়ামের অভাব হলে
(ঘ) খাদ্যে লবণের অভাব হলে
২৪। মাংসাশী প্রাণীর কামড়ে হতে পারে—
(ক) লেগ্রসি (কুষ্ঠ)
(খ) জলাতঙ্ক √
(গ) টিটেনাস (ধনুষ্টংকার)
(ঘ) ডিপথেরিয়া
২৫। হৃদরােগের সম্ভাবনা কমায় কোনটি?
(ক) গােল আলু
(খ) রসুন √
(গ) পিয়াজ
(ঘ) সয়াবিন তেল
২৬। পেনিসিলিন প্রাণীকে রক্ষা করে—
(ক) ব্যাকটেরিয়া জনিত রােগ থেকে √
(খ) ছত্রাক জনিত রােগ থেকে
(গ) ভাইরাস জনিত রােগ থেকে
(ঘ) উপরের সবগুলাে
২৭। একজন পূর্ণবয়স্ক স্ত্রীলােকের গড় প্রয়ােজনীয় শক্তির পরিমাণ কি?
(ক) ২০০০ কিলােক্যালরি
(খ) ২৫৯০ কিলােক্যালরি √
(গ) ৮৭০ কিলােক্যালরি
(ঘ) ১১৫০ কিলােক্যালরি
২৮। কোন উপাদানটি রক্তে হিমােগ্লোবিন তৈরি করে?
(ক) ক্যালসিয়াম
(খ) ম্যাঙ্গানিজ
(গ) বােরন
(ঘ) লৌহ √
২৯। হ্যানসিনস্ অসুখ কি জাতীয় অসুখ?
(ক) পেটের অসুখ
(খ) মাথা ব্যাথা
(গ) কুষ্ঠ রােগ √
(ঘ) হাড় মুচমুচে রােগ
৩০। ইনফ্লুয়েঞ্জা ও হাম রােগের টিকা প্রস্তুত করা হয়—
(ক) শৈবাল থেকে
(খ) ভাইরাস থেকে √
(গ) ছত্রাক থেকে
(ঘ) ব্যাকটেরিয়া থেকে
৩১। এন্টামিবা মানবদেহে কোন রােগ ছড়ায়?
(ক) শিরঃপড়া
(খ) আমাশয় √
(গ) কলেরা
(ঘ) টাইফয়েড
৩২। সাধারণত কোন অঙ্গে সিরােসিস হয়?
(ক) হৃৎপিণ্ডে
(খ) লিভারে √
(গ) পিত্তথলিতে
(ঘ) ফুসফুসে
৩৩। আমিষ পরিপাক হয়ে কি হয়?
(ক) এসিড
(খ) বিলিরুবিন
(গ) ফ্যাটি এসিড
(ঘ) এমাইনাে এসিড √
৩৪। কোনটি ম্যালেরিয়ার ওষুধ নয়?
(ক) ক্লোরােকুইন
(খ) ক্রোক্সাসিলিন √
(গ) মেক্রোকুইন
(ঘ) পাইমিথাসিন
৩৫। রােগ-প্রতিরােধক শক্তি বাড়ায়, প্রধানত কোনটি?
(ক) ভিটামিন √
(খ) শর্করা
(গ) স্নেহ জাতীয় খাবার
(ঘ) পানি
৩৬। হার্ট সাউন্ড কত ধরনের?
(ক) তিন ধরনের
(খ) পাঁচ ধরনের
(গ) সাত ধরনের
(ঘ) নয় ধরনের
[Note:সঠিক উত্তর হবে "চার" ধরণের।]
৩৭। হিমোফিলিয়া রোগে কারা আক্রান্ত হয়?
(ক) নারীরা
(খ) গর্ভবতী নারী
(গ) পুরুষরা √
(ঘ) শিশুরা
৩৮। মেনিনজাইটিস হলো......
(ক) শরীর পাতলা অনুভব হওয়া
(খ) স্নায়ু রজ্জুর প্রদাহ
(গ) মস্তিস্ক আবরণীর প্রদাহ √
(ঘ) স্নায়ু কোষের প্রদাহ
৩৯। জীব কোষের সকল বৈশিষ্ট্যের ধারক বা একক কি?
(ক) জিন √
(খ) ক্রমােসােজ
(গ) নিউক্লিওলাস
(ঘ) মাইটোকন্ড্রিয়া
৪০। ডিপথেরিয়া একটি—
(ক) সংক্রামক রােগ √
(খ) পানিবাহিত রােগ
(গ) অসংক্রামক রােগ
(ঘ) কোনােটিই নয়
৪১। অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসে একটি—
(ক) গল্প
(খ) কবিতা
(গ) উপন্যাস
(ঘ) ভ্রমণকাহিনী √
৪২। আহসান হাবীবের ‘পূর্বাশার আলাে’ কবিতাটি কোনগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
(ক) সারাদুপুর √
(খ) আশায় বসতি
(গ) রাত্রিশেষ
(ঘ) ছায়া হরিণ
৪৩। ‘আলেখ্য’ শব্দের অর্থ কি?
(ক) মালা
(খ) ছবি √
(গ) আয়না
(ঘ) পাথর
৪৪। "বটতলার উপন্যা" গ্রন্থের লেখক কে?
(ক) দিলারা হাশেম
(খ) রাজিয়া খান √
(গ) সেলিনা হােসেন
(ঘ) চন্দ্রাবতীর
৪৫। বাংলালিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?৫।
(ক) কুটীললিপি
(খ) দেবনগরী
(গ) ব্রাহ্মী √
(ঘ) খরােষ্ঠী
৪৬। কানায় শােক মন্দীভূত হয়’ বাক্যে কান্নায় কোন কারক?
(ক) আধারাধিকরণ
(খ) ভাবাধিকরণ √
(গ) কালাধিকরণ
(ঘ) স্থানাধিকরণ
৪৭। বাঁশি বাজে ওই দূরে কোন বাচ্যের উদাহরণ?
(ক) কর্মবাচ্যের
(খ) কর্তৃবাচ্যের
(গ) ভাববাচ্যের
(ঘ) কর্ম-কর্তৃবাচ্যের √
৪৮। "পর্বত"-এর প্রতিশব্দ কোনটি?
(ক) ব্যোম
(খ) মেদিনী
(গ) অদ্রি √
(ঘ) বিধু
৪৯। "মনােযােগ" শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) মনঃ + যােগ √
(খ) মন + যােগ
(গ) মন + উ + যােগ
(ঘ) মনাে + যােগ
৫০। 'মাছের মা' বাগধারার অর্থ কি?
(ক) নিষ্ঠুর √
(খ) কঠোর
(গ) নীতিহীন
(ঘ) অত্যাচারী