ইসলামী ব্যাংক হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি
ইসলামী ব্যাংক ফাউনডেশনের অধীনে পরিচালিত ইসলামী ব্যাংক হাসপাতাল ঢাকা এবং ইসলামী ব্যাংক হাসপাতাল চট্টগ্রামের জন্য সিনিয়র স্টাফ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বেতন কত?
ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিগুলোতে বেতনের কথা উল্লেখ থাকেনা। তবে নিম্নোক্ত বেতন প্রদান করে থাকে।
- জয়েনিং এর সময় ডিপ্লোমা নার্সদের ১৬ থেকে ১৮ হাজার দিয়ে থাকে।
- বি.এস.সি নার্সদের জয়েনিং এর সময় ২০ থেকে ২২ হাজার দিয়ে থাকে।
তবে ২ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে আপনি আলোচনার সময় অবশ্যই পরিমাণ বাড়িয়ে বলবেন। কারণ উপরে যে সেলারির কথা বলা হয়েছে তা শুধু ২ বছরের নিচের অভিজ্ঞদের ক্ষেত্রে প্রযোজ্য।
কি কি সুযোগ সুবিধা পাবেন ইসলামি ব্যাংক হাসপাতালে জব করলে?
প্রথমতো মাস শেষ হবার আগেই প্রতি মাসের ২৫ তারিখে বেতন পেয়ে যাবেন আপনার ব্যাংক এক্যাউন্টে।
- ঈদ বোনাস/ পূজার বোনাস পাবেন।
- ৩/৬ মাস পার হলে আপনার জব স্থায়ী হবে।
- জব স্থায়ী হবার পর আপনার এবং আপনার পরিবারের যেকেনে ২জন সদস্যের জন্য ফ্রি মেডিক্য়াল সুবিধা পাবেন।
- বাৎসরিক ছুটি পাবেন।
- নিজ এলাকায় ট্রান্সফার হবার সুযোগ পাবেন ১ বছর পর।
- বিশেষ প্রয়োজনে বেতনের ৪০% অর্থ অগ্রীম উত্তলন করতে পারবেন।
এছাড়াও ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক সুযোগসুবিধা প্রাপ্ত হবেন।
কিভাবে এবং কত তারিখের মধ্যে আবেদন করতে হবে?
- আবেদনের শেষ তারিখ: ২০/০২/২০২৪ ইং
- আবেদন করতে হবে ফাউন্ডেশনের নিজ্ব ওয়েবসাইট থেকে।
- আবেদনের লিংক: https://www.ibfbd.org/career
কিভাবে নিয়োগ পরীক্ষা বা ভাইবা নেয়া হয়?
- করনো মহামারির পূর্বে নিয়োগ পরীক্ষা mcq নেয়া হতো। কিন্তু বর্তমানে শুধু ভাইবা নেয়া হয়। সরাসরি ভাইবার মাধ্যমে প্রার্থি সিলেক্ট করা হয় এবং বেতন কত হবে তা ভাইবা বোর্ডেই জানিয়ে দেয়া হয়।
- আবেদনের কত দিনের মধ্যে ভাইবা নিয়ে থাকে?
- আবেদনের শেষ তারিখ পার হবার পরেই ভাইবা নেয়া শুরু হয়। ধাপে ধাপে ২০ থেকে ৩০ জন করে ভাইবার জন্য ডাকা হয়ে থাকে।
- প্রার্থীর মোবাইল নাম্বারে ভাইবার তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে।
ভাইবা দেয়ার জন্য কোথায় যেতে হবে?
ইসলামী ব্যাংক ফাউন্ডেশন: আল-রাজী কমপ্লেক্স, ১৬৬ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণী, পুরানা পল্টন, ঢাকা-১০০০ এই ঠিকানায় সরাসরি উপস্থিত হয়ে ভাইবায় অংশ নিতে হবে। প্রয়োজনে আরো কোনো তথ্য জানার থাকলে কল করতে পারেন এই ফোন নাম্বারে: ৯৫৬৩৪৮৬, ৭১৭৪০১২-৪