কুমিল্লা ডায়াবেটিক হসপিটাল নার্সিং ইনষ্টিটিউটে নিয়োগ
পদের নাম: | অধ্যক্ষ |
আবেদন শুরুর তারিখ: | ০৭/১০/২০ ইং |
আবেদনের শেষ তারিখ: | ২৯/১০/২০ ইং |
মোট পদ সংখ্যা: | ০১ টি |
যোগ্যতা: | বি.এস.সি নার্সিং |
বেতন : | আলোচনার মাধ্যমে |
আবেদন ফী : | লাগবেনা |
অভিজ্ঞতা: নার্সিং শিক্ষকতায় ১০ বছর, প্রশাসনিক ৫(পাঁচ) বছর ও ৫ বছর ক্লিনিক্ল্যাল অভিজ্ঞতা। অথবা উপাধ্যক্ষ অধ্যাপক হতে পদোন্নতির মাধ্যমে।
আবেদন পক্রিয়া: ডাকযোগে বা সরাসরি
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের ছবিসহ সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি (১ম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করা) আগামী ২৯ অক্টোবর ২০২০ ইং তারিখের মধ্যে নিম্ন ঠিকানা বরাবর পৌছাতে হবে।
আবেদনের ঠিকানা:
মেহেরুন্নেছা
সভাপতি, কুমিল্লা ডায়াবেটিক এসােসিয়েশন নার্সিং ইনষ্টিটিউট পরিচালনা কমিটি।
ও সভাপতি, কুমিল্লা ডায়াবেটিক সমিতি।
শহীদ সােলায়মান মােস্তফা সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা
ফোনঃ ০৮১-৬৫১৪৫, ০১৭১১১৩৫০৪৬
ইমেইল: ইমেইলে আবেদন করা যাবেনা
মূল সারকুলারটি প্রকাশিত হয় (0৭/১০/২০ ইং) দৈনিক প্রথম আলো পত্রিকায়