bsmmu Nursing Job Circular [Update 2023]

পদের নাম:সিনিয়র স্টাফ নার্স
আবেদন শুরুর তারিখ:০৪/০৭/২৩ ইং
আবেদনের শেষ তারিখ:২৫/০৭/ ২৩ ইং (বেলা ২.৩০ পর্যন্ত)
মোট পদ সংখ্যা:২২৫ টি
যোগ্যতা:বি.এস.সি/ ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি
অভিজ্ঞতা:লাগবেনা
বেতন গ্রেড:১০ম (১৬০০০ - ৩৮৬৪০/-)
আবেদন ফী :১২০০ টাকা

মূল সারকুলারটি প্রকাশিত হয়(২৬/০৬/২৩ ইং) BSMMUএর নিজস্ব জব পোর্টালে
আবেদন পক্রিয়া(online): www.bsmmu.edu.bd
ব্যাংক চলাকালীন সময়ের মধ্যে ১০০০/-(পাঁচশত) টাকা জমা দিয়ে রশিদের
কপি সংগ্রহ করতে হবে। টাকা জমা দেয়ার একদিন পর অনলাইনে আবেদনপত্র দাখিল করা যাবে।
অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে যা Upload করতে হবেঃ
  1. সদ্য তােলা পাসপাের্ট সাইজের ছবি (২৪০x২৪০ পিক্সেল);
  2. স্বাক্ষরের ছবি (৩০০x৮০ পিক্সেল);
  3. টাকা জমার ব্যাংক রশিদের কপি; ও
  4. মুক্তিযােদ্ধা পােষ্য' প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র।
আবেদন করার সময়ে প্রদত্ত Tracking Number এবং প্রার্থীর নির্বাচিত Password যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে Admit Card প্রিন্ট করাসহ আবেদনপত্র সংক্রান্ত বিভিন্ন প্রয়ােজনে এই Tracking Number এবং Password ব্যবহার করতে হবে।
bsmmu Nursing Job Circular

সম্পূর্ণ সার্কুলারটি পড়তে দেখুন BSMMU Job Circular pdf

বিশেষ দ্রষ্টব্য: বিগত বছরগুলোতে দেখা গিয়েছে BSMMU এর সার্ভার অনেক সমস্যা করে আবেদনের শেষ ১ সাপ্তাহে। বিগত বছরগুলোতে অনেক নার্স আবেদনের টাকা ব্যাংকে জমা দিয়ে আসার পরে সার্ভার সমস্যার কারণে আবেদন করতে পারেনি। ধারণা করছি প্রতিবারের ন্যায় এবারো তেমনটিই হবে। তাই দেরিনা করে দ্রুত আবেদন প্রক্রিয়া সমপন্ন করে ফেলা বুদ্ধিমানের কাজ হবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url