এম এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজে ৩টি পদে নার্স নিয়োগ
পদের নাম: | নার্সিং লেকচারার / নার্সিং ইনস্ট্রাকটর/ নার্সিং সুপারভাইজার/সিনিয়র স্টাফ নার্স |
আবেদন শুরুর তারিখ: | ১৪/০৮/২০ ইং |
আবেদনের শেষ তারিখ: | ২৫/০৮/ ২০ ইং |
মোট পদ সংখ্যা: | অনির্দিষ্ট |
যোগ্যতা: | বি.এস.সি/ ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারি |
অভিজ্ঞতা: | লাগবেনা তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে |
বেতন : | আলোচনার মাধ্যমে |
আবেদন ফী : | লাগবেনা |

পদ, বিভাগ ও যোগ্যতা নিচে উল্লেখ করা হলো:
১। নার্সিং লেকচারার / নার্সিং ইনস্ট্রাকটর
- বিভাগ: হাসপাতাল ও নার্সিং কলেজ
- যোগ্যতা: নার্সিং এম.এস.সি, (বিএসসি/ ডিপ্লোমা) নার্সিং এবং কাউন্সিলের নার্সিং রেজিঃ থাকতে হবে।
২। নার্সিং সুপারভাইজার
- বিভাগ: হাসপাতাল
- যোগ্যতা: (বিএসসি/ ডিপ্লোমা) নার্সিং এবং কাউন্সিলের নার্সিং রেজিঃ থাকতে হবে।
৩। সিনিয়ার স্টাফ নার্স। (Emergency, ICU, CCU, NICU, Ward, Cabin, OT & Post OT
- বিভাগ: হাসপাতাল ও নার্সিং কলেজ
- যোগ্যতা: (বিএসসি/ ডিপ্লোমা) নার্সিং এবং কাউন্সিলের নার্সিং রেজিঃ থাকতে হবে।
আগ্রহী প্রার্থীগণকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। সকল পদের জন্য অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া। হবে। প্রত্যেক পদের প্রার্থীগণের কম্পিউটার জানা আবশ্যক। আবেদনপত্র সহ সদ্য তােলা ০৪ (চার) কপি পাসপাের্ট সাইজের রঙ্গীন ছবি, সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্র ও মার্কশীট, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং আবেদন পত্রের খামের উপরে প্রার্থীর পদের নাম উল্লেখ পূর্বক আগামী ২৫-০৮-২০২০ ইং তারিখের মধ্যে অধ্যক্ষ, এম এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ, ১১৭ তেজগাঁও, লাভ রােড, ঢাকা-১২০৮ বরাবরে অথবা E-mail: [email protected] - এ দাখিল করার জন্য আহবান করা যাচ্ছে।
অধ্যক্ষ
আবেদন পক্রিয়া: ডাকযোগে বা কুরিয়ারে বা ইমেইলে অথবা সরাসরি হাতে হাতে
মূল সারকুলারটি প্রকাশিত হয় আজ (১৪/০৮/২০ ইং) দৈনিক প্রথম আলো পত্রিকায়
