গণ-উন্নয়ন সমবায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নার্স নিয়োগ

 পদের নাম:সিনিয়র/ জুনিয়র স্টাফ  নার্স/ ও.টি নার্স 
 আবেদন শুরুর তারিখ: ২১/০৮/২০ ইং
 আবেদনের শেষ তারিখ:১৫/০৯/২০ ইং
 মোট পদ সংখ্যা:সিনিয়র স্টাফ  নার্স (মহিলা) ৬টি
জুনিয়র স্টাফ নার্স (মহিলা) ৬টি
ও.টি নার্স (মহিলা/পুরুষ) ২টি
 যোগ্যতা:বি.এস.সি/ ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারি
 অভিজ্ঞতা:লাগবে
 বেতন :আলােচনা সাপেক্ষে
 আবেদন ফী :লাগবেনা

আবেদন পক্রিয়া: সরাসরি হাতে হাতে, ডাকযোগে বা ইমেইলের মাধ্যমে

আবেদন পাঠানোর ঠিকানা:
চেয়ারম্যান,
গণ-উন্নয়ন সমবায় হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার,
গণ-উন্নয়ন ভবন, থানা রােড, শিবচর, মাদারীপুর  
আবেদনপত্রের সাথে যেসকল কাগজপত্র জমা দিতে হবে: 
১। প্রার্থীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, 
২। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, 
৩। সদ্য তােলা পাসপাের্ট সাইজের ০২ (দুই) কপি রঙিন ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত, 
৪। সকল প্রকার শিক্ষাগত যােগ্যতার সার্টিফিকেটের ফটোকপি প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত, 
৫। নিয়ােগ বিজ্ঞপ্তির পদের সম্মুখে উল্লেখিত মেয়াদের অভিজ্ঞতা সনদ, 
৬। টেলিফোন ও মােবাইল নম্বরসহ খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে, 

বিঃ দ্রঃ ক) প্রার্থীদের বেতন-ভাতা আলােচনা সাপেক্ষে নির্ধারণ করা হইবে। তবে অধিক যােগ্যতাসম্পন্ন ব্যক্তিকে আকর্ষণীয় বেতন-ভাতা প্রদান করা হইবে  এবং এক ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না।
মূল সার্কুলারটি প্রকাশিত হয় আজ (২১/০৮/২০ ইং) দৈনিক যুগান্তর পত্রিকায়


No Comment
Add Comment
comment url