মোংলা ইপিজেট মেডিকেল সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি

 পদের নাম:সিনিয়র স্টাফ  (ব্রাদার/ নার্স )
 আবেদন শুরুর তারিখ: ০১/০৭/২০ ইং
 আবেদনের শেষ তারিখ:১০/০৮/ ২০ ইং
 মোট পদ সংখ্যা:অনির্দিষ্ট
 যোগ্যতা:নার্সিং ডিপ্লোমাধারী এবং নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশনপ্রাপ্ত। 
 বেতন গ্রেড:১০ম (১৬০০০ - ৩৮৬৪০/-) 
 আবেদন ফী :৭০০ টাকা

আবেদন পক্রিয়া: ডাকযোগে, [সরাসরি/ হাতে হাতে কোনো আবেদন  গ্রহণ করা হবেনা।]
আবেদনের ঠিকানা: মহাব্যবস্থাপক, মোংলা রফতানি প্রক্রিয়াকরণ এলাকা, মোংলা, বাগেরহাট-৯৩৫১।
মোংলা ইপিজেট মেডিকেল সেন্টার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ: ১৯০ টি শিল্প প্রতিষ্ঠান নিয়ে গড়ে ওঠা মোংলা বন্দরটিতে উৎপাদিত প্রধান পণ্য তৈরি পোষাক ও খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাতকরণ প্রভৃতি।১৯৯৯ খ্রিষ্টাব্দে বাংলাদেশের দক্ষিণের শহর খুলনার অদূরে মংলা এলাকায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলটি স্থাপিত হয় (সংক্ষেপে যেটি 'মংলা ইপিজেড, বা, 'খুলনা ইপিজেড' নামেও পরিচিত) এই ইপিজেডটি বাংলাদেশের ৫ম বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। এখানে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানী করতঃ উৎপাদিত পণ্য সম্পূর্ণ শুল্কমুক্তভাবে বিদেশে রপ্তানী করা যায়।বেপজা কর্তৃপক্ষের নিজেস্ব ব্যবস্থাপনায় পানি সরবরাহ ব্যবস্থা ও নিজস্ব পাওয়ার প্লান্ট এবং ১১ কেভির একটি সাব স্টেশন রয়েছে; তবে এখানে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ নেই।বিগত ৬ বছরে বেপজা বিনিয়োগে ১২৯.৫৫%, রপ্তানিতে ১৫৫.৯৫% এবং কর্মসংস্থানের ক্ষেত্রে ১১২.৩০% প্রবৃদ্ধি অর্জন করেছে।
এই মেডিকেল সেন্টারটিই একমাত্র মেডিক্যাল যা মংলা ইপিজেড কর্তৃক পরিচালিত। এই প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত সকলের বেতন-ভাতাদি জাতীয় বেতন স্কেল-২০১৫ কর্তৃক প্রদত্ত হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url