bdjobs tutirial: Preferred Areas {Part-4}


Preferred Areas এ ক্লিক করুন।

Preferred Job Categories (পছন্দসই জবের ক্যাটাগরি) তে দুইটি অপশন পাবেন
  • Functional
  • Special Skills
Functional অপশনটি হলো শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চাকরি ক্ষেত্র নির্বাচন করা এবং Special Skills হলো নির্দিষ্ট কোনো কর্মদক্ষতার ভিত্তিতে জব অনুসন্ধানের জন্য। নার্সিং জবের জন্য Special Skills এ কোনকিছু select করার প্রয়োজন নেই। তবে Functional থেকে নিম্নোক্ত অপশনগুলি select করতে পারবেন।
  • Medical/Pharma
  • NGO/Development
  • Hospitality/ Travel/ Tourism 
Medical/Pharma: এই অপশনটির বিষয়ে বিস্তারিতভাবে বলার কিছু নেই, কেননা এটিই নার্সিংয়ের মূল ক্যাটাগরি
NGO/Development: বর্তমানে আমাদের দেশে অনেক NGO রয়েছে, যারা স্বাস্থ্যখাতে কাজ করে থাকেন। আপনি যদি NGO দের আওতায় জব করতে ইচ্ছুক থাকেন তবে এটি select করতে পারেন।
Hospitality: এর শাব্দিক অর্থ হল অতিথিসেবা। তবে এর সামগ্রিক অর্থে রিসিপসনের দায়িত্ব বা অভ্যর্থনা জানানোও ধরা যেতে পারে। যেমনটি হাসপাতালের রিসিপসনে থাকা ব্যাক্তি করে থাকেন।

Preferred Job Location (পছন্দের কর্মস্হল): এখানে আপনার  পছন্দের জেলাগুলো select করুন, যেই জেলাগুলোতে আপনি জব করতে ইচ্ছুক। 
  • Inside Bangladesh: বাংলাদেশের মধ্যে যেখানে জব করতে চান।
  • Outside Bangladesh: দেশের বাহিরে যেখানে জব করতে চান।
  • Add your preferred organization type: কোন ধরণের প্রতিষ্ঠানে জব করতে চান তা যুক্ত করুন
এতক্ষণ যা বর্ণনা করেছি তার চেয়ে বেশি Important বিষয় হল Preferred Areas অংশটা সবার জন্য নয়। আপনি যদি ভেবে থাকেন, দেশের যেকোন জায়গায় আপনি জব করতে প্রস্তুত বা শিল্পপ্রতিষ্ঠা/ গার্মেন্টস সেক্টর বা যে কোন প্রতিষ্ঠানে নার্সিং পদে জব করতে প্রস্তুত, তবে Preferred Areas এর ঘরের কোন অংশই পূরণ করবেননা। এই অংশ আপনার জন্য নয়।

⏪ Previous Next 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url