bdjobs tutorial: Personal & Contact Details {Part-2}
Part-2:( Personal & Contact Details)
- Step-1: নামোর পাশের আইকনে ক্লিক করুন‣‣①
- Step-2: নিচের দিকে টানুন এবং Upload Photo তে ক্লিক করুন এবং নিজের একটি নরমাল কালার ব্যাকগ্রাউন্ট ফটো সিলেক্ট করুন‣‣②
- Step-3: Personal Details এ ক্লিক করুন‣‣③
- Step-4: edit আইকনে ক্লিক করুন‣‣④
- *অবিবাহিত হলে Unmarried select করবেন।
- *পূর্বে বিবাহ হয়েছিল, কিন্তু বর্তমানে একা আছেন এমন হলে Single select করবেন।
- * National ID NO. অবশ্যই স্থায়ি ID No. দিবেন। যারা এখনও মূল ID পাননি তারা Online ID No. দিবেন। অনেকেই ইউনিয়ন পরিষদ কর্তৃক দেয়া অস্থায়ি ID দিয়ে থাকেন, এটা দিবেননা (অকেজো)
- Step-5: Contact Details এ ক্লিক করুন‣‣⑤
- Step-6: Contact Details সঠিকভাবে দিবেন‣‣⑥
- *বর্তমানে যেখানে জব করছেন সেই ঠিকানা Present Address এ দিবেন।
- *তবে বর্তমান জবকে যদি CV তে উল্লেখ করতে না চান তবে নিজের ইচ্ছামতোই দেবেন।
⏪ Previous | Next ⏩ |