আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা

অবস্থান: ২,বড় মগবাজার, ঢাকা-১২১৭

যোগাযোগ:

  • যে কোন তথ্য ও সহযোগিতার জন্য : ০৯৬১২৩৪৫৬৬৬, ০১৭১৩৪৮৮৪১৮
  • পরিচালক: ০১৭১৩৪৮৮৪৩৯
  • ডিউটি ম্যানেজার (ইমারজেন্সি): ০১৭১৩৪৮৮৪১৮
  • হাসপাতাল প্রশাসন: ০১৭১৩৪৮৮৪১৮
  • ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার:০১৭১৩৪৮৮৪১৮
  • হাসপাতালের এ্যামবুলেন্সের জন্য: ০১৭১৩-৪৮৮৪১১ এবং ০১৭১৩৪৮৮৪১২

এ্যামবুলেন্সের ফি: ৩৫০ টাকা। (ঢাকা মহানগরে মধ্যে)>/p>

মোট ডাক্তার: ১৯৭ জন ( last update: 29/07/2020)

Website: http://ad-din.org/amch-dhaka/

ইতিহাস:

বর্তমান আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালটি পূর্বে‘সেভ দ্যা চিলড্রেন UK কর্তৃক পরিচালিত ৬০ শয্যা বিশিষ্ট একটি ‘শিশু পুষ্টি কেন্দ্র’ হিসেবে পরিচিত ছিল। পরে ১৯৯৭ সালে সেভ দ্যা চিলড্রেন তাদের কেন্দ্রটি আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপর পরিচালনার দায়িত্বভার ন্যাস্ত করে। পরে ১৯৯৭ সালের ১ নভেম্বর আদ্-দ্বীন ফাউন্ডেশন কর্তৃপক্ষ ‘শিশু পুষ্টি কেন্দ্র’র নাম পরিবর্তন করে ‘আদ্-দ্বীন হাসপাতাল’ নামে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ১১৯৮ সালে সম্পূর্ণ নিজস্ব খরচে নতুন আঙ্গিকে বহির্বিভাগ ও অন্ত:বিভাগ পূনঃপ্রতিষ্ঠা করা হয়। ২০০২ সালের ৬ ডিসেম্বর ৬তলা বিশিষ্ট নতুন বহির্বিভাগ ভবন প্রতিষ্ঠার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ২০০৮ সাল থেকে এখানে মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় বর্তমানে এই হাসপাতালটির নাম আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল নামে পরিচিতি লাভ করে। বর্তমানে হাসপাতালটিতে ২৬ টি সেবা বিভাগ চালু আছে।

সেবাসমূহ (বহির্বিভাগ)

  • মহিলাদের গর্ভকালীন, গর্ভোত্তর, নিরাপদ ডেলিভারি ও কলপাস্কপীর মাধ্যমে জরায়ু মুখের ক্যান্সার সনাক্ত, মহিলাদের ফিস্টুলা অপারেশনসহ (বিনামূল্যে) যাবতীয় স্ত্রীরোগের বিশেষ সেবা প্রদান
  • গর্ভবতী মায়েদের ও গর্ভস্থ শিশুকে নিয়মিত চেকআপ
  • প্রসূতি মা ও নবজাতকের নিয়মিত চেকআপ
  • ফিটাল ডপলারের সাহায্যে গর্ভস্থ শিশুর হৃদস্পন্দন চেকআপ
  • বিশেষজ্ঞ দিয়ে সিজারিয়ান অপারেশনের সুবিধা।
  • বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বহির্বিভাগ ও অন্তঃবিভাগের নবাজাতক ও শিশু সেবা প্রদান
  • এনআইসিইউ-তে ভেন্টিলেটর, ইনকেউবেটর, ওয়ার্মারসহ ২৪ ঘন্টা নবজাতকের চিকিৎসা সেবা ।
  • ১৬০টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে জটিল , নতুন ও পুরাতন রোগের বহির্বিভাগ ও অন্তঃবিভাগে চিকিৎসা সেবা
  • হৃদরোগ, পাকস্থলি, লিভার ও কিডনী রোগের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা
  • এন্ডোস্কপি, কোলনোস্কপি, স্পাইরোমেট্রি, ইকো-কার্ডিওগ্রাফি ও ইসিজি সুুবিধা প্রদান করা হয়।
  • মারাত্মক অপুষ্ট শিশুদের জন্য চিকিৎসা, ওষুধ ও খাবার বিনামূল্যে দেওয়া হয়।
  • শিশুর গ্রোথ মনিটরিং সেবা দেওয়া হয়।
  • বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ডায়াবেটিস, হরমোন ও থাইরয়েড রোগের চিকিৎসা প্রদান করা হয়।
  • মস্তিস্ক এবং স্নায়ু রোগের সু-চিকিসা প্রদান করা হয়।
  • মূত্রনালী ও কিডনী রোগের চিকিৎসার ব্যবস্থা।
  • হৃদরোগের চিকিৎসা সুবিধা দেয়া হয়।
  • মুখের ব্রনসহ সব ধরনের চর্মরোগের চিকিৎসা দেওয়া হয়।
  • মানসিক ও হতাশা/দুঃশ্চিন্তাগ্রস্থ রোগীর যাবতীয় চিকিৎসা সেবা দেয়া হয়।
  • বিশেষজ্ঞ সার্জন দ্বারা বহির্বিভাগ ও অন্ত:বিভাগের চিকিৎসা
  • লেপারস্কপির সাহায্যে রোগ নির্ণয় ও পেট না কেটে পিত্তথলির পাথর, হার্নিয়া, এপেনডিকস, জরায়ু অপারেশন
  • প্যানক্রিয়াস, থায়রেড, পাইলস, ফিস্টুলা ও কোলনিক সার্জারীসহ যাবতীয় সার্জারী সেবা দেওয়া হয়।
  • বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বহির্বভাগ ও অন্ত:বিভাগে চিকিৎসা সেবা
  • এন্ডোসকপিক (পেট না কেটে ) প্রটেস্ট অপারেশন, মূত্রথলির টিউমার/পাথর অপারেশন, মূত্রনালীর ও কিডনীর পাথর অপারেশন করা হয়।
  • আধুনিক প্রযুক্তির সাহায্যে পেট না কেটে পেটের পাথর ও টিউমার গলানোর ব্যবস্থা করা হয়।
  • বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চোখের সব ধরনের চিকিৎসা ও ফ্যাকোসহ সকল অপারেশন সুবিধা এবং লেজার চিকিৎসা ব্যবস্থা
  • কম্পিউটারে চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা
  • বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে প্রি-ম্যাচিউর বাচ্চাদের চোখের জঙচ ঝপৎববহরহম এর ব্যবস্থা করা হয়।
  • নাক, কান ও গলার সকল ধরনের রোগের সু-চিকিৎসা দেওয়া হয়।
  • স্বল্পমূল্যে মেরুদন্ড, হাঁটু ও হাড়ের সকল প্রকার সার্জারী করার সুবিধা রয়েছে।
  • বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারাদাঁতের সাধারণ চিকিৎসা
  • দাঁত তোলা, দাঁতের ফিলিং, কৃত্রিম দাঁত লাগানো
  • রুট ক্যানেলসহ সকল ছোট-বড় অপারেশনের সুবিধা
  • কোমর, ঘাড়, হাঁটু ও শরীরের যে কোন জয়েন্টের ব্যাথার চিকিৎসা
  • হাড় বেড়ে যাওয়া ও বিভিন্ন ধরনের আথ্রাইটিস, ফ্রাকচার এর পর ফিটনেরস, বার্ন কনট্রাকচ্র, স্পোর্টস ইনজুরি, নার্ভ ইনজুরি, স্ট্রোক বা যে কোন ধরনের প্যারালাইসি রোগীরে চিকিৎসা সেবা
  • বাচ্চার জন্মগত শারীরিক সমস্য, যেমন: সেরিব্রাল পলচিস, অটিজম, গোড়ালী বা হাঁটু বেঁকে যাওয়া ইত্যাদির চিকিৎসা ও এমপুটেশনের পরবর্তী চিকিৎসা ও গর্ভাবস্থা পরবর্তী কোমরের ব্যাথ্যার যাবতীয় চিকিৎসা সেবা দেওয়া হয়।
  • ইলেক্ট্রা থেরাপী, থেরাপিউটিক এক্স্রারসাইজ ও ম্যানুয়াল থেরাপীর সাহায্যে এসকল রোগের চিকিৎসা দেওয়া হয়।
  • স্বল্পমূল্যে ডিজিটাল এক্স-রে, সিটি স্কান, মেমোগ্রাফ, ইসিজি, এন্ডসস্কপি, কোলনস্কপিসহ যাবতীয় পরীক্ষাগুলোর নির্ভরযোগ্য রিপোর্ট প্রদান করা হয়।
  • টাকায় সাদা-কালো আল্ট্রাসনো ওমধ্যে ফোর-ডি আল্ট্রাসনো (রঙ্গিন) করার সুবিধা রয়েছে।
  • ২৪ ঘন্টা রয়েছে আদ্-দ্বীনের ব্লাড ব্যাংক সুবিধা।
  • অত্যাধুনিক প্রযুক্তি সাহায্যে সকল ধরনের প্যাথলজি পরীক্ষা করা হয়।
  • সপ্তাহের প্রতিদিন শিশু ও মহিলাদের টিকা দেওয়ার সুবিধা
  • সবার জন্যে হেপাটাইটিস-বি প্রতিরোধী টিকাসহ সকল ধরনের টিকা প্রদান করা হয়।
  • সকল ধরনের পুষ্টি ও শারীরিক গঠন সম্পর্কিত যাবতীয় তথ্য প্রদান করা হয়।
  • পরিবার পরিকল্পনার জন্য সবধরনের পদ্ধতি ও তথ্য প্রদান
  • অস্থায়ী পদ্ধতি (বড়ি, কনডম, সিটি, ইনজেকশন) সরবরাহ
  • প্রসব পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে কপার-টি ও লাইগেশনের ব্যবস্থা
  • সিজার অপারেশনের সময় কপার-টি ও লাইগেশনের ব্যবস্থা রয়েছে।
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সেবাসমূহ

আরো পড়ুন.....
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url