Medical College for Women & Hospital Circular For Senior Staff Nurse
পদের নাম: | সিনিয়র স্টাফ নার্স |
আবেদন শুরুর তারিখ: | ২৬/০৭/২০ ইং |
আবেদনের শেষ তারিখ: | ১০/০৮/ ২০ ইং (দুপুর ২ টা পর্যন্ত) |
মোট পদ সংখ্যা: | ১৬ টি |
যোগ্যতা: | বি.এস.সি/ ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারি |
অভিজ্ঞতা: | লাগবেনা BNC শর্ত মোতাবেক রেজিস্ট্রেশন থাকতে হবে |
বেতন: | উল্লেখ নেই |
আবেদন ফী : | ২০০ টাকা |
আবেদন পক্রিয়া: ডাকযোগে বা সরাসরি হাতে হাতে
Medical College for Women & Hospital সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ: ১৯৯২ সালে ১,২০,০০০ বর্গফুট জায়গায় প্রতিষ্ঠিত এই মেডিক্যাল কলেজটি ঢাকা বিশ্যবিদ্যালয়ের অধিনে পরিচালিত হয়ে থাকে। এই মেডিক্যাল কলেজ হাসপাতালটি ৭ তলা বিশিষ্ট এবং এতে বর্তমানে ৫০০টি বেড রয়েছে। এই প্রতিষ্ঠানের অধীনে একটি নার্সিং ইন্সটিটিউটও রয়েছে।
প্রয়োজনে ফোন করতে পারবেন
Phone: 88-02-58953939, 58950003, 8955031