মিথ্যা তথ্য পরিবেশনের জন্য bdnursing24.com এর প্রতি নিন্দা জ্ঞাপন।

 গত ০৪ই ডিসেম্বর ভাসানচরে সম্ভাব্য নার্স নিয়োগের বিষয়ে একটি প্রতিবেদন তুলে ধরা হয়। আমাদের প্রতিবেদনটি প্রকাশের পর bdnursing24.com প্রতিবেদনটি সম্পূর্ণ কপি করে তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। তারা mynursing.club লেখা কেটে বিডিনার্সিং২৪ লিখে প্রকাশ করে। ফলে অনেকের মনে প্রশ্ন জেগেছে আসলে কারা প্রতিবেদনটি করেছে। বেশ কয়েকজন এ বিষয়ে আমাদের জানিয়েছেন। এতে আমরা মর্মাহত হই। বিডিনার্সিং২৪ এর এডমিনের সাথে সরাসরি ফোনে আমরা যোগাযোগ করলেও তারা প্রতিবেদনের সংশোধন করেননি। বিষয়টি খুবি দুঃখ জনক। তাই এ বিষয়ে কেউ বিভ্রান্ত না হন সেজন্য এই শতর্কমূলক পোস্ট করা।





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url