ফাউন্ডার হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডে ডিপ্লোমা নার্স নিয়োগ বিজ্ঞপ্তি | (ডেডলাইন: ২৩/১২/২৩)
ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ফাউন্ডার হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লি:, এর জন্য জরুলি ভিওিতে কিছু সংখ্যক দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন ডিপ্লোমা নার্স নিয়োগ প্রদান করা হবে। হেমায়েতপুর, পুরান ঢাকা, মোহাম্মদপুর, কেরানীগঞ্জের প্রার্থীদের বেশি প্রধান্য দেওয়া হবে। আবেদন কারীর অবশ্যই পূর্বের অভিজ্ঞতা থাকতে হবে।
যোগ্যতা:
- ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফেরি
- বাধ্যতামূলক রেজিস্ট্রেশন কোড থাকতে হবে (BNMC)।
- NVD বা নরমাল ডেলিভারির কাজ জানা থাকতে হবে।
- সর্বনিম্ন বয়স ২২ বছর হতে হবে।
- শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা:
- ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন:
- আলোচনা সাপেক্ষে (দক্ষতার ভিত্তিতে নূন্যতম ১৫ হাজার থেকে ২০ হাজার)
পদসংখ্যা:
- নির্দিষ্ট নয়।
আবেদন প্রক্রিয়া:
- ২৩/১২/২৩ ইং তারিখের মধ্যে নিম্নে উল্লেখিত ঠিকানায় প্রয়োজনীয় সকল ডকুমেন্ট'সহ আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
- অথবা বিডিজবসের মাধ্যমেও আবেদন করা যাবে।
- আবেদন সংক্রান্ত বিষয় বা যেকোনো বিষয় কোনো প্রশ্ন থাকলে সরাসরি ফোন করুন। মোবাইল নম্বর: 01896177791, 01896177799
আবেদনের শেষ তারিখ:
- ২৩ ডিসেম্বর ২০২৩
=======
FOUNDER HEALTHCARE & HOSPITAL LTD.
ঠিকানা: Kolatia Bazar,(Chowranggi Mor),Keraniganj, Dhaka-1313.
মোবাইল নম্বর: 01896177791, 01896177799
ই-মেইল : [email protected]
মোবাইল নম্বর: 01896177791, 01896177799
ই-মেইল : [email protected]