আমাদের মাধ্যমে সিভি তৈরি করে নিলে আপনি যে সুবিধাগুলি পাবেন :
(১) নতুন জব শুরু করলে সেই জব ও ঠিকানা পরিবর্তন করতে হয় সিভিতে। আপনি যদি কোনো কম্পিউটারের দোকান থেকে সিভি তৈরি করে নেন তাহলে প্রতিবার আপনার থেকে তারা নতুন করে সিভি তৈরি করার ফি নেবে কিন্তু আমাদের থেকে সিভি বানিয়ে নিলে পরবর্তীতে ৭০% ছাড় দেয়া হবে।
(২) কম্পিউটারের দোকান থেকে বানালে আপনি আপনার ইচ্ছামতো CV style বেছে নিতে পারবেননা, কিন্তু আমাদের থেকে নিলে আপনি আপনার পছন্দ মতো যেকোনো style বেছে নিতে পারবেন।
(৩) আমাদের website এ দেয়া সবগুলো CV থেকে আপনি আপনার ইচ্ছামতো যে কোনো অংশ অন্য CV তে add করে নিতে পারবেন।যেমন কোনোটার Objective, কোনোটার Experience, কোনোটার অন্য যেকোনো অংশ এক সাথে করে আপনার ইচ্ছামতো style করে নিতে পারবেন।
(৪) আমরা ক্রমান্বয়ে আরো CV style যুক্ত করবো, তাই যেকোনো সময় আপনার CV অন্য ফরমাটে করে নিতে চাইলে নিতে পারবেন।
কেন আপরা স্পেশাল?
(১) প্রায় সকলের CV pdf করা থাকে, ফলে কোনো কম্পিটারের দোকান থেকে আপনার CV আপডেট করতে পারেনা। কিন্তু আমরা যে কোনো pdf ফাইল edit বা আপডেট করতে পারি। update কৃত CV আপনার পূর্বের CV এর ন্যায় same ফরমাট থাকবে, চাইলে নতুন ফরম্যাট করে নিতে পারবেন।
(২) যেকোনো word/ pdf/ doc/ png/ svp সিভি আমরা আপডেট করতে সক্ষম, যা কোনো সাধারণ কম্পিউটার শপে করতে সক্ষম হবেনা।
আমাদের ফি কত টাকা?
প্রথমবার আমাদের থেকে CV বানিয়ে নিলে ফি ১৫০ টাকাপরবর্তীতে যে কোনো সময় নতুন করে CV বানিয়ে নিলে ৭০% ছাড় পাবেন।
অথবা m.me/mynursing.club