অনলাইন পরীক্ষা– ০৬ (তারিখ: ১১/০১/২০২১) সিনিয়র স্টাফ নার্স নিয়োগ

আজকের পরিক্ষা শেষ, পরের পরীক্ষা আগামিকাল রাত ১০ টা ৩০ মিনিটে।
আজকের পরীক্ষার রেসাল্ট ১১:১০ টায় সকলের ইমেইলে নিজ নিজ  উত্তরসমূহের কপি প্রেরণ করা হবে। সাথে উত্তরপত্র থাকবে। 
মেরিট বা মেধাক্রমে সিরিয়াল  নিচে দেয়া হয়েছে। তাছাড়া ফেজবুক গ্রুপেও দেয়া হয়েছে

আজকের পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান  এবং টেকনিক্যাল থেকে ৩০টি প্রশ্ন ছিল। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে মেরিট রেসাল্টের ক্ষেত্রে।


আজ মোট পরীক্ষার্থী  : ৫৮৫ জন
পরীক্ষার শেষে জমা দিয়েছেন: ৫৫১ জন
জমা দেননি বা সময় না থাকায় জমা দিতে পারেননি : ৩৪ জন

যারা এই পরীক্ষা দিতে পারেননি তারা  চাইলে এখন এই পরীক্ষাটি দিতে পারবেন তবে এখন এই পরীক্ষার জন্য কোনো মেরিট রেসাল্ট দেয়া হবেনা, মেরিট রেসাল্ট শুধু রাত ১০ টা ৩০ মিনিটের পরীক্ষায় দেয়া হয়।


Merit Result


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url