অনলাইন পরীক্ষা– ০৫ (তারিখ: ১০/০১/২০২১) সিনিয়র স্টাফ নার্স নিয়োগ

আজকের পরিক্ষা শেষ, পরের পরীক্ষা আগামিকাল রাত ১০ টা ৩০ মিনিটে।
এই পরীক্ষার রেসাল্ট  সকলের ইমেইলে নিজ নিজ  উত্তরসমূহের কপি প্রেরণ করা হয়েছে। 
মেরিট বা মেধাক্রমে সিরিয়াল  নিচে দেয়া হয়েছে। তাছাড়া ফেজবুক গ্রুপেও দেয়া হয়েছে

এই পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান  এবং টেকনিক্যাল থেকে ৩০ টি প্রশ্ন ছিল। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে মেরিট রেসাল্টের ক্ষেত্রে।


আজ মোট পরীক্ষার্থী  : ৪৮৬ জন
পরীক্ষার শেষে জমা দিয়েছেন: ৪৬৯ জন
জমা দেননি বা সময় না থাকায় জমা দিতে পারেননি : ১৭ জন

যারা এখন পরীক্ষা দিতে পারেননি তারা  এখন চাইলে পরীক্ষাটি দিতে পারবেন।এজন্য নিচে ক্লিক করুন।
Click Here


Merit Result


No Comment
Add Comment
comment url