বরবাদ মুভি শাকিব খান ডাউনলোড লিংক - Borbaad Movie Sakib Khan Download Link

আপনি কি শাকিব খান অভিনীত বরবাদ মুভি ডাউনলোড করতে চাচ্ছেন? তাহলে সঠিক জায়গায় এসেছেন। আমরা এই পোস্টে শাকিব খানের বরবাদ মুভি ডাউনলোড লিংক দিয়েছি। এছাড়াও মুভিটির সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে।
বরবাদ মুভির সংক্ষিপ্ত বিবরণ:
মুভির প্রধান চরিত্র আরিয়ান (শাকিব খান)। ধনী বাবার একমাত্র সন্তান হওয়ায় আনন্দ ফুর্তি করে প্রচুর টাকা নষ্ট করে আরিয়ান। একারণে আরিয়ানের চাচা তার উপর অনেকটা রেগে আছে। কারণ কৌশলে আরিয়ানের বাবার সব সম্পত্তি তিনি নিজের করে নেওয়ার চেষ্টা করছেন।
একদিন আরিয়ান একটি ডান্স পার্টিতে মজা করছিল। সেখানে নাচতে আসা মেয়েটিকে অনেকগুলো টাকা দেয় আরিয়ান। এই ঘটনা দেখে নিতু নামের অন্য একটি মেয়ে আরিয়ানর কাছে আসে। এরপর একটি এনজিওর জন্য নিতু অর্থ সাহায্য চায়।
প্রথম দেখাতেই আরিয়ানের কাছে নিতুকে ভালো লাগে। একসময় তাদের মধ্যে গভীর ভালোবাসা তৈরি হয়। আরিয়ান নিতুর পিছে অনেক টাকা খরচ করতে থাকে। একারণে আরিয়ানের চাচা নিতুকে মেরে ফেলার চেষ্টা করে। এই খবর আরিয়ান জেনে যায়। এরপর চাচাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়।
সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু একদিন নিতু আরিয়ানের বাবাকে অনেক অপমান করে। এরপর আরিয়ানকে ছেড়ে নিতু চলে যায়। হঠাৎ ভালোবাসার মানুষকে হারিয়ে আরিয়ান দিশেহারা হয়ে পরে। এরমাঝে আরো অনেক ঘটনা ঘটে।
একদিন খবর আসে নিতুর বিয়ে হচ্ছে, সেসময় আরিয়ান হাসপাতালে গুরুত্বর অসুস্থ। কিন্তু তারপরো আরিয়ান হেলিকপ্টারে করে ছুটে আসে নিতুর কাছে। এরপর শুরু হয় প্রচন্ড মারামারি। একে একে সবাই মাটিতে লুটিয়ে পড়ে। এরপর নিতুকেও মেরে দেয় আরিয়ান।
কিন্তু শেষ পর্যায়ে জানা যায়, নিতু নিজের ইচ্ছায় বিয়ে করছিলনা। তাকে জোড় করে আনা হয়েছে। তাছাড়া নিতু সত্যিই আরিয়ানকে ভালোবাসে। তাই আরিয়ান দ্রুত নিতুকে নিয়ে হাসপাতালে যায়। কিন্তু শেষ পর্যন্ত নিতুকে বাঁচানো সম্ভব হয়না।
আশাকরি শাকিব খানের বরবাদ মুভি সবার কাছে অনেক ভালো লাগবে। নিচে বরবাদ মুভির ২টি ডাউনলোড লিংক দেওয়া হয়েছে।
বরবাদ মুভি শাকিব খান ডাউনলোড লিংক
Borbaad Movie Download Link 1
File Size: 1.22 GB
Duration: 02:19:00 Hours
(Google Drive)
Borbaad Movie Download Link 2
File Size: 1.22 GB
Duration: 02:19:00 Hours
(Google Cloud)