মাউন্ট প্যাসিফিক হাসপাতাল, রংপুরে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি | (ডেডলাইন: ১৯/১২/২০২৩)
অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত সেবামূলক প্রতিষ্ঠান মাউন্ট প্যাসিফিক হাসপাতাল, রংপুর এ স্টাফ নার্স (আইসিইউ/ওটি/ওয়ার্ড) পদে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন কর্মী নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা:
- বি.এস.সি/ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রী।
- বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফাই কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে।
- দক্ষতা: ICU/ NICU Nursing, Staff Nursing
অভিজ্ঞতা:
- ১ থেকে ২ বছর
- অভিজ্ঞতার ক্ষেত্র:Clinical Care Nursing, ICU/ NICU Nurse, OT/ Scrub Nurse, Staff Nursing
- ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারেন।
চাকরির দায়িত্বসমূহ
- প্রতিদিনের রুটিন চেকআপ বজায় রাখা।
- নিয়মিত পেশেন্ট ফাইল আপডেট করা।
- রোগীর সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।
- মাসিক ক্লিনিক্যাল অগ্রগতি প্রতিবেদন তৈরিতে সহায়তা করা।
- ম্যানেজমেন্ট দ্বারা নির্ধারিত সকল দায়দায়িত্ব পালন করা।
বেতন:
- আলোচনা সাপেক্ষে: ১৫ থেকে ১৮ হাজার টাকা। (মাসিক)
পদসংখ্যা:
- ০৭টি
আবেদন প্রক্রিয়া:
- অনুগ্রহ করে আপনার আবেদনের সাথে আপনার সিভি, প্রেরণা পত্র, কাজের সার্টিফিকেট, ন্যাশনাল আইডি কার্ড এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি পাঠান এবং নিম্নোক্ত ঠিকানা বরাবর
- অথবা বিডি জবসের মাধ্যমেও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ:
- ১৯ ডিসেম্বর ২০২৩
=======
Mount Pacific Hospital, Rangpur
ঠিকানা: শামলী লেন, ধাপ পুলিশ ফাড়ি, রংপুর