BSMMU প্যাটার্নে Merit Exam
BSMMU প্যাটার্নে আজকের পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের মধ্যে মেরিট রেসাল্ট প্রদান করা হবে। প্রতিযোগিতায় আপনি অন্যদের তুলনায় কি অবস্থায় আছেন তা বুঝতে অনেকটা সহায়ক হবে আজকের মেরিট পরীক্ষা।
Link 1 থেকে পরীক্ষার প্রশ্ন না আসলে Link 2 থেকে পরীক্ষা দিতে পারবেন।
Merit Result Publish: 08am (16 November)
দুপুর ২টা হতে রাত ৯টা পর্যন্ত পরীক্ষায় অংশ নিতে পারবেন। যদি কেউ একাধিকবার পরীক্ষায় অংশ নেন, তাহলে মেরিট রেসাল্টে শুধুমাত্র প্রথম পরীক্ষার উত্তর কাউন্ট করা হবে। মেরিট রেসাল্ট এবং প্রশ্নত্তরের লিংক সকলের ইমেইলে একযোগে অটোমেটিক রাত ১০টায় পৌঁছে যাবে।
মেরিট Exam দেওয়ার অপেক্ষায় আছি। আজকে অনলাইন পরীক্ষার প্রতি অনেক বেশি আগ্রহ পাচ্ছি মেরিট রেসাল্ট দেওয়া হবে বলে। এভাবে সব পরীক্ষায় মেরিট দেওয়ার জন্য অনুরোধ করছি।
Merit list ki published hoisy
MD Ripon Ahmed
Add me
Roll number konta Vai
Laxman