Nursing CV Format BD [6 Style for Nursing Job]
নিম্নে দেয়া সিভি ফরমেটগুলোর ব্যাবহার সম্পর্কে কিছু দিকনির্দেশনা:
- প্রথম দুইটি সিভি ৩ পেজ বিশিষ্ট এবং পরেরগুলি ২ পেজ বিশিষ্ট। সিভি ডাউনলোড করে ওপেন করার পর পেজ বেশি দেখাতে পারে। এক্ষেত্রে word file এর উপরে, নিচে কিংবা সাইডের স্কেলের পরিমাণ কম করে পেজের সাইজ ঠিক করে নেবেন।
- Word File গুলো ওপেন করলে গুগল ডক্সে ওপেন হতে পারে এক্ষেত্রে সিভির লেখাগুলো একটু অগোছালো লাগতে পারে যেহেতু একেক জনের ফোন/ ডিভাইসের Default Size একেক রকমে থাকতে পারে। এক্ষেত্রে প্রয়োজন মতো স্কেলিং করে নিলেই হবে। প্রয়োজনে সিভির pdf File ডাউনলোড করে প্রকৃত স্কেলিং কেমন দিবেন এ বিষয়ে ধারণা পেতে পারবেন।