মেরিট পরীক্ষা ০২ (নার্সিং ভর্তি পরীক্ষা প্রস্তুতি ২০২১)

আজকের পরিক্ষা শেষ, পরবর্তী পরীক্ষার রুটিন ও সময়সূচি সকলকে ইমেইল জানিয়ে দেয়া হবে। পরবর্তী পরীক্ষাগুলো নিউরন নার্সিং ভর্তি গাইড থেকে করা হবে। নির্দিষ্ট অংশ আকারে রুটিনে বলে দেয়া হবে কিকি পড়বেন। তারপর সে অংশ পড়ে পরীক্ষায় অংশ নিতে হবে।অনেকে মনে করতে পারেন, আমরা নিউরন থেকে কেন পরীক্ষা নেব? কারণ হলো নিউরন বইটি বাজারের অন্যান্য বইগুলোর চেয়ে অনেক ভালো। 

আজকের পরীক্ষার রেসাল্ট  সকলের ইমেইলে প্রেরণ করা হবে। সাথে উত্তরপত্র থাকবে। 
তবে মেরিট বা মেধাক্রমে সিরিয়াল  এখানেই দেয়া হবে। তাছাড়া ফেজবুক গ্রুপেও দেয়া হবে।

আজকের পরীক্ষায় বাংলা (১০টি), ইংরেজি (১০টি), সাধারণ জ্ঞান (১৫টি), সাধারণ বিজ্ঞান (১০টি),  এবং গণিত (০৫টি) মোট ৫০ টি প্রশ্ন ছিল। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।


আজ মোট পরীক্ষার্থী  : ৪৮৫ জন
পরীক্ষার শেষে জমা দিয়েছেন: ৪৩৪ জন
জমা দেননি বা সময় না থাকায় জমা দিতে পারেননি : ৫১ জন (website active visitor counting..) 

যারা এখন পরীক্ষা দিতে পারেননি তাদের পরবর্তী পরীক্ষায় যথাসময়ে আংশগ্রহণ করার জন্য যানানো যাচ্ছে।
পরীক্ষার রেসাল্ট নিচে দেয়া হলোঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url