Online Exam Registration


আমাদের লিখিত পরীক্ষায় অংশ  নেয়ার জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা দিতে হবে। তবে যদি আপনি আমাদের পরীক্ষার সবগুলো সিট নিতে চান এবং পরবর্তীতে সাজেশন্স পেতে চান এবং সকল পরীক্ষায় আংশ নিতে চান তবে আপনাকে ফি দিতে হবে ১০০ টাকা

রেজিস্ট্রেশন করলে আপনি যে যে সুবিধাগুলি পাবেনঃ
    1. আমাদের নিজস্ব তৈরিকৃত অত্যান্ত গুরত্বপূর্ণ ও জরুরী ১০ টি স্পেশাল সিট পাবেন এবং পরবর্তীতে যে সিটগুলি দেয়া হবে সেগুলিও পাবেন।
    2. Online Written Exam দিতে পারবেন।
    3. লিখিত পরীক্ষায় ভালো করার অত্যাবশকীয় শর্ত হলো নিয়মিত লেখার প্রাকটিস থাকতে হবে। কারণ হঠাৎ করে ৪ ঘন্টা একাধারে পরীক্ষা দেয়া সহজ নয়।
    4. প্রতিটি পরীক্ষার জন্য আমরা বাছাইকৃত প্রশ্ন থেকে Exam নেব, কারণ পরীক্ষার বিষয়বস্তু অনেক বেশি যা কারো পক্ষে এত অল্প সময়ে শেষ করা অনেক কঠিন হবে। বাছাইকৃত প্রশ্নগুলি উত্তরসহ শুধুমাত্র রেজিস্ট্রেশনকারীগণ পাবেন।
    5. রেজিস্ট্রেশনকারীগণ যে কোনো সমস্যার জন্য নক করলে যথাযথ সমাধান দেয়ার চেষ্টা করা হবে। 
    6. পরিক্ষার পূর্বে বিশেষ সাজেশন্স থাকবে যেটা শুধু রেজিস্ট্রেশনকারীগণের ইমেইলে পাঠানো হবে।
    7. পরীক্ষার বিভিন্ন আলোচনা mynursing.club website এ লক করা থাকবে, যা শুধুমাত্র রেজিস্ট্রেশন করলে দেখতে পাবেন।
রেজিস্ট্রেশনের বিবরণঃ
1. Only Exam
আপনি যদি শুধু পরীক্ষা দিতে চান তবে ফি ৫০ টাকা দেবেন

2. Full Registration:
পরীক্ষা দিবেন এবং আমাদের সকল পরীক্ষার পূর্বের সাজেশন্সসহ অন্যান্য দিকনির্দেশনা নিবেন, তবে ফি ১০০ টাকা দিতে হবে।


ফি দেয়ার নিয়ম:
  1.  বিকাশ এ দিবেন 01904328203 (personal) এই নাম্বারে টাকা send money/ Cash in করে টাকা পাঠানোর screen shoot অথবা কোন নাম্বার থেকে পাঠিয়েছেন সেই নাম্বার লিখে জানাবেন।
  2. সাথে আপনার ইমেইল  লিখবেন অবশ্যই।
 হাতের ডান সাইডে দেখুন একটি মেসেন্জ্ঞার আইকন আছে, এখানে ক্লিক করে পাঠাবেন।

এরপর আমরা আপনাকে এককলেটি রোল নাম্বার দেব যেটা পরীক্ষা দিতে ব্যাবহার করতে হবে।

প্রয়োজনে কল করতে পারেন:
01904-328203
01761-058901
01531-920978


বিঃদ্রঃ অনলাইন লিখিত পরীক্ষা পরিচালনার জন্য আমরা ইতোমধ্যে কিছু ব্যাক্তিকে নিয়োগ দিয়েছি, যাদেরকে অবশ্যই আমাদের ফি দিতে হবে, ফলে ফ্রি পরীক্ষা নেয়ার ইচ্ছা থাকলেও সম্ভব হচ্ছেনা এজন্য আমরা দুঃখিত। 

যারা এখন রেজিস্ট্রেশন করবেন। তাদের ইমেইলে নিচের লিস্টের সিট দেয়া হচ্ছে। কেউ না পেয়ে থাকলে অনুগ্রহ করে  পেজে মেসেস দিয়ে জানাবেন।



পরীক্ষার ১ম সিটটি সকলের জন্য উন্মোক্ত করা হয়েছে। এই সিট ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন, প্রতিটি সিট এভাবেই গুছিয়ে তৈরি করা হয়েছে। যা কোনো বইয়ে ঠিকভাবে গুছানো নেই।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url