অনলাইন পরীক্ষা–০১ (তারিখ:০৬/০১/২০২১) লেট রিভিশন
এই পরীক্ষাটি গত ০৬/০১/২০২১ ইং তারিখ রাত ১০ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছিলো। পরীক্ষার টাইম শেষ হয়েছিলো ১০ টা ৪৫ মিনিটে। যারা পরীক্ষা দিতে পারেননি, তাদের জন্য এই পরীক্ষার প্রশ্নটি নিচে পূণরায় দেয়া হলো। বিঃদ্রঃ মেরিট রেসাল্ট শুধুমাত্র রাত ১০ টা ৩০ মিনিটের পরীক্ষার ক্ষেত্রে দেয়া হয়। এই পরীক্ষাটি আপনি এখন দিলে এখনি আপনার ভুল গুলি দেখে নেয়ার সুযোগ পাবেন।
এই পরিক্ষায় নিম্নোক্ত অংশ থেকে প্রশ্ন করা হয়েছে। তাই পরিক্ষা শুরু করার আগে নিম্নোক্ত প্রশ্নসমূহ রিভিশন দিয়ে নেয়ার জন্য জানানো যাচ্ছে।
পরিক্ষা ও তারিখ | পরীক্ষার বিবরণ |
পরীক্ষা – ১ ০৬/০১/২০২১ | জনপ্রশাশন মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০১৯, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিটি হেল্থ কেয়ার প্রভািডার ২০১৮, পরিবার কল্যাণ পরিদর্শিকা ২০১৮, নার্সিং ও মিডওয়াইফেরি অথীদপ্তরের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ ২০১৮ এবং ২০১৭(বাতিলকৃত) এই পাঁচটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন থেকে মোট ৩০ টি mcq থাকবে। পরীক্ষা শুরু হবে রাত ১০:৩০ মিনিটে। |
পরীক্ষা- ০১ (লেট রিভিশন)
মোট প্রশ্ন (mcq) :৩০টি
সময়: ১৫ মিনিট
সেট: ০৩
বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে ০৫ টি করে এবং ট্যাকনিক্যাল থেকে ১৫টি প্রশ্ন রয়েছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হয় মেরিট রেসাল্ট দেয়ার ক্ষেত্রে।