অনলাইন পরীক্ষা– ০৩ (তারিখ: ০৮/০১/২০২১) সিনিয়র স্টাফ নার্স নিয়োগ

আজকের পরিক্ষা শেষ, পরের পরীক্ষা আগামিকাল রাত ১০ টা ৩০ মিনিটে।

আজকের পরীক্ষার রেসাল্ট ১১টায় সকলের ইমেইলে নিজ নিজ  উত্তরসমূহের কপি প্রেরণ করা হয়েছে। দেখার জন্য ইমোইলের ইনবক্স ও স্প্যাম ফোল্ডার চেক করবেন। 
মেরিট বা মেধাক্রমে সিরিয়াল  নিচে দেয়া হয়ছে। তাছাড়া ফেজবুক গ্রুপেও দেয়া হয়েছে

এই পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে ১৪ টি এবং টেকনিক্যাল থেকে ১৬টি প্রশ্ন ছিল। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হয়েছে মেরিট রেসাল্টের ক্ষেত্রে।


আজ মোট পরীক্ষার্থী  : ৬৭৭ জন
পরীক্ষার শেষে জমা দিয়েছেন: ৬৪০ জন
জমা দেননি বা সময় না থাকায় জমা দিতে পারেননি : ৩৭ জন

যারা এইপরীক্ষা দিতে পারেননি তারা  এখন প্রশ্ন দেখতে পারবেন এবং চাইলে পরীক্ষাও দিতে পারবেন, তবে এই পরীক্ষার জন্য কোনো মেরিট রেসাল্ট দেয়া হবেনা। পরীক্ষা দিতে  এখানে ক্লিক করুন


Merit Result of Exam-3 (08/01/2021)



No Comment
Add Comment
comment url